গাছ প্রতি নিম্নরুপ সার কলা চাষের জন্য ব্যবহার করা যেতে পারে –
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
জৈব সার/পচা গোবর | ১৫-২০ কেজি | অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন। এলাকা ও মৃত্তিকাভেদে এই হার পরিবর্তনশীল। |
ইউরিয়া | ০.৪ কেজি | |
টিএসপি | ০.৬ কেজি | |
পটাশ | ০.৫-০.৬৫ কেজি | |
জিপসাম | ০.২-০.৩ কেজি |
সার প্রয়োগ পদ্ধতিঃ
পচা গোবর, টিএসপি ও জিপসামের ৫০% জমি তৈরীর শেষ চাষের সময় এবং অবশিষ্ট গোবর, টিএসপি, জিপসাম ও পটাশের ২৫% গর্তে প্রয়োগ করতে হবে। রোপণের দেড় থেকে দুই মাস পর ২৫% ইউরিয়া এবং ২৫% পটাশ মাটির সাথে ভালভাবে মিশিয়ে দিতে হবে। এর দুই মাস পর পর গাছপ্রতি ৫০ গ্রাম পটাশ ও ৭৫ গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে হবে। ফুল আসার পর এর পরিমাণ দ্বিগুন করতে হবে।
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১