বাংগি সাধারণত নদীর তীরে বালু মাটি চাষ করা হয়। এজন্য সার প্রয়োগ করা হয় না। তবে ভাল ফলন ও উন্নত মানের বাংগি পেতে নিম্নোক্তভাবে সার প্রয়োগ করতে হবে।
সারের নাম | সারের পরিমাণ |
মন্তব্য |
|
গোবর সার | ৪০ কেজি | ৪০ কেজি |
কেজি বা গ্রাম যেকোন একটি ব্যবহার করতে হবে। এলাকা ও মৃত্তিকাভেদে সারের মাত্রায় পার্থক্য হতে পারে। |
ইউরিয়া | ২৫০ গ্রাম | ০.২৫ কেজি | |
টিএসপি | ৩০০ গ্রাম | ০.৩০ কেজি | |
পটাশ | ২০০ গ্রাম | ০.২০ কেজি |
প্রয়োগ পদ্ধতিঃ
অর্ধেক জৈব সার জমি তৈরির সময় এবং বাকী অর্ধেক জৈব সার ও সম্পূর্ণ টিএসপি মাদায় প্রয়োগ করতে হবে। গাছ কিছু বড় হলে ইউরিয়া ও পটাশ সার মাদার চারপাশের মাটির সাথে মিশিয়ে প্রয়োগ করতে হবে। সার দেয়ার সময় মাটিতে রসের অভাব হলে সেচ প্রদান করতে হবে।
তথ্যসূত্রঃ খাদ্য-পুষ্টি ও রকমারি ফল চাষ by কৃষিবিদ বণিক রাম কৃষ্ণ
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১