জলবায়ু ও মাটিঃ
বাংগি চাষের জন্য শুষ্ক ও উষ্ণ জলবায়ু সবচেয়ে উপযোগী। উর্বর বেলে দোআঁশ ও পলি মাটি বাংগি চাষের জন্য সর্বোত্তম।
চারা রোপণঃ
জমিতে আড়াআড়ি চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত করতে হবে। জাত ভেদে নভেম্বর থেকে ফেব্রুয়ারীতে বাংগির বীজ বপন করা হয়। প্রায় ৫ ফুট থেকে ৬.৬৭ ফুট দূরে দূরে ১.৩৩ ফুট চওড়া ও গভীর মাদা তৈরী করে প্রতি মাদায় ৪-৫ টি বীজ বুনে চারা গজানোর পরে ২-৩ টি রেখে বাকিগুলো তুলে ফেলতে হয়।
তথ্যসূত্রঃ খাদ্য-পুষ্টি ও রকমারি ফল চাষ by কৃষিবিদ বণিক রাম কৃষ্ণ
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১