ফল সংগ্রহের পর ১১-১২ মাস পর ফল সংগ্রহের উপযোগী হয়। ডাব হিসেবে খাওয়ার জন্য ৫-৭ মাস বয়সী ডাব সংগ্রহ করা যায়। সারা বছরই কম-বেশী নারিকেল সংগ্রহ করা যায়। তবে বছরে দুবার ফাল্গুন-জৈষ্ঠ্য এবং ভাদ্র-কার্তিক মাসে বেশীর ভাগ নারিকেল গাছের ফল সংগ্রহ করা যায়। নারিকেল পরিপক্ক হলে বাদামী রং ধারণ করে এবং ঝাকি দিলে পানি নড়ে।
সূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১