সেচ প্রয়োগঃ
চারা লাগানোর পর বার বার হালকা সেচ দিতে হবে। শুকনো মৌসুমে ও ফল ধরার পর মাটির অবস্থা ভেদে ১৫-২০ দিন পর পর ২-৩ বার সেচ দিলে ভাল ফলন পাওয়া যাবে। তবে বৃষ্টির পর ও সেচের পর গোড়ায় পানি জমতে দেয়া যাবে না।
পরিচর্যাঃ
গাছের গোড়ার আগাছা ও পরগাছা নিয়মিত পরিষ্কার রাখতে হবে। মরা ডালপালা ও অতিরিক্ত ডালপালা ছেটে দিতে হবে।
তথ্যসূত্রঃ মুন্সী রাশীদ আহ্মদ, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, এইচআরসি, বিএআরআই, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১