সাধারণত বীজ থেকে চারা তৈরী করা হয়। বীজ থেকে চারা তৈরীর ক্ষেত্রে বড় পুষ্ট বীজ সংগ্রহ করে ছাই মেখে রোদে ২/৩ দিন ছায়ায় শুকিয়ে বপণ করলে ২০-২৫ দিন পরে চারা গজাবে। ১০-১২ মাসের চারা যত্নের সাথে তুলে জমি রোপণ করতে হবে। তাছাড়া ফাটল কলম (Cleft grafting), চারা কলম (Epicotyle grafting) এবং টিস্যুকালচার উল্লেখযোগ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট হতে কলমের মাধ্যমে কাঁঠালের চারা তৈরী করা হয়।
চারা রোপণের সময়ঃ মধ্য জৈষ্ঠ্য থেকে মধ্য শ্রাবন (জুন-আগস্ট) মাস।
গাছ ও সারির দূরত্বঃ ২০ হাত × ২০ হাত
বিঘা প্রতি গাছের সংখ্যা=১৩ টি।
চারা রোপণের ১০-১৫ দিন পূর্বে = ২ হাত× ২ হাত × ২ হাত আকারের গর্ত করে নিম্নরুপ সার গর্তের মাটির সাথে মিশিয়ে ভরাট করে রাখতে হবে-
- পচা গোবর বা কম্পোস্ট = ২৫-৩৫ কেজি।
- টিএসপি = ৪০০-৫০০ গ্রাম।
- পটাশ = ২৪০-২৬০ গ্রাম।
গর্ত ভর্তির ১০-১৫ দিন পর চারাটি গর্তের মধ্যে সোজাভাবে বসিয়ে মাটি দিয়ে চারার চারিদিকের মাটি আঙ্গুল দিয়ে চেপে শক্ত করে দিতে হবে। চারা রোপনের পর খুটিঁ ও বেড়া দিতে হবে। প্রয়োজনে হালকা সেচ দিতে হবে।
সূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর এবং ছবিঃ মুহাম্মদ শাহাদৎ হোসাইন সিদ্দিকী, উদ্ভাবক
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১