পানি সেচ ও নিকাশঃ
ফুল আসা ও ফল ধরার সময় পানি অভাব হলে ফল ঝরে পড়া ও সূর্য পোড়া দাগ দেখা দেয়। তাই শুকনো মৌসুমে ২১ দিন পরপর ২-৩ টি সেচ দিলে ভাল ফলন পাওয়া যায়। বর্ষার সময় গাছের গোড়ায় যাতে পানি জমে না থাকে সেজন্য পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা দরকার।
অঙ্গ ছাঁটাই:
নতুন রোপণকৃত গাছে আদিজোড়ের নিচের দিকের সকল কুশি কেটে ফেলতে হবে। গাছটি অবকাঠামো মজবুত করার জন্য গোড়া থেকে সোয়া ২ হাত পর্যন্ত সকল ডালপালা কেটে দিতে হবে। অতঃপর সোয়া ২ হাত থেকে সোয়া ৩ হাত উপরে চারিদিকে ছড়ানো ৪-৫ টি ডাল রেখে দিতে হবে। প্রতি বছর ফল আহরণের পর অবাঞ্ছিত ডারপালা ছাঁটাই করতে হয়। ডাল কাটার পর বর্দো পেস্ট লাগাতে হবে।
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১