চারা/কলম রোপণ ও পরিচর্যাঃ
গর্তে সার প্রয়োগের ১০-১৫ দিন পর গর্তের মাঝখানে ঠিক খাড়াভাবে চারা রোপণ করতে হবে। চারা রোপণের সময় মাটি নিচের দিকে ভালভাবে চাপ দিতে হবে। প্রয়োজনীয় সেচ প্রদান করতে হবে। বেড়া ও খুটিঁর ব্যবস্থা করতে হবে। মালচিং দেয়া যেতে পারে।
সেচ প্রয়োগঃ
চারা রোপণের পর ঘন ঘন সেচ দেয়া দরকার। খরা বা শুকনো মৌসুমে পানি সেচ দিলে ভাল ফলন পাওয়া যায়।
ডাল ছাটা্ইকরণঃ
সাধারণভাবে চারা/কলমের মধ্যে ছোট অবস্থায় ঝোপালো হওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। রোপণের পর গোড়ার দিকে ৩.৩৩ ফুট থেকে ৫ ফুট পর্যন্ত সমস্ত ডাল ছাঁটাই করতে হবে। এর উপর থেকে চতুর্দিকে ছড়ানো ৪-৫ টি ডাল রেখে দিতে হবে যাতে গাছটির একটি সুন্দর কাঠামো তৈরি হয়। ফল সংগ্রহ শেষ হলে গাছের ছোট ছোট ডালপালা ছেটে দিতে হবে।
উৎসঃ উদ্ভাবিত কৃষি প্রযুক্তি/২০১৪-১৫ (বারি), গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১