অঙ্গ ছাঁটাইঃ
গাছের গোড়ার দিকে জলশোষক বের হলেই কেটে ফেলতে হবে। গাছের ভিতরের দিকে যেসব ডালপালা সূর্যালোক পায় না সেসব দূর্বল, রোগাক্রান্ত শাখা প্রশাখা নিয়মিত কেটে ফেলতে হবে। মধ্য ভাদ্র থেকে মধ্য কার্তিক (সেপ্টেম্বর-অক্টোবর) ছাঁটাই করার উপযুক্ত সময়। ডাল কাটার পর কর্তিত স্থানে বোর্দ পেস্টের প্রলেপ দিলে ছত্রাকের আক্রমণ হবে না।
পানি সেচ ও নিষ্কাশনঃ
খরা মৌসুমে ২-৩ বার সেচ প্রয়োগ করতে হবে। জলাবদ্ধতা সহ্য করতে পারে না বিধায় বর্ষাকালে যাত গোড়ায় পানি না জমে সেদিকে খুব খেয়াল রাখতে হবে।
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১