ফল সংগ্রহঃ
শীতের শেষে গাছে ফুল আসে। জুলাই-আগস্ট/আষাঢ়-শ্রাবণ মাসে ফল পাকে। ফলের রং হালকা হলুদ থেকে ধূসর বর্ণ ধারণ করলে ফল সংগ্রহের উপযুক্ত সময়।
ফলনঃ
কলমের গাছে সাধারণত ৪ বছর বয়স থেকে ফল আসা শুরু হয় এবং সাধারণ ২০-২৫ বছরের গাছে সর্বোচ্চ ফলন হয়ে থাকে। অবস্থাভেদে গাছের বয়সের উপর ভিত্তি করে গাছ প্রতি ৪ কেজি থেকে ১২০/১৩০ কেজি পর্যন্ত ফলন হয়ে থাকে।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১