মাল্টার ভাল ফলনের জন্য গর্ত প্রতি নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে-
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||
পচা গোবর/কম্পোস্ট | ১৫ কেজি | ছকে উল্লিখিত সমুদয় সার, ৩-৫ কেজি ছাই, ২৫০ গ্রাম চুন গর্ত করার পর উপরের মাটির সাথে ভালভাবে মিশিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় ১০-১৫ দিন পর মাটি উলটপালট করে চারা রোপণ করতে হবে। | ||||||||||||||||||||||||||||||||||||||||||
ইউরিয়া | ০০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||
টিএসপি | ২৫০ গ্রাম | |||||||||||||||||||||||||||||||||||||||||||
এমওপি/পটাশ | ২৫০ গ্রাম | |||||||||||||||||||||||||||||||||||||||||||
জিপসাম | ০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||
দস্তা সার | ০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||
বোরণ | ০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||
ম্যাগনেসিয়াম অক্সাইড | ০ | |||||||||||||||||||||||||||||||||||||||||||
গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সার প্রয়োগের মাত্রাও বৃদ্ধি করতে হবেঃ | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
প্রয়োগ পদ্ধতিঃ
প্রতি বছর মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র (মার্চ) বর্ষার পূর্বে মধ্য বৈশাক থেকে মধ্য জ্যৈষ্ঠ (মে) এবং বর্ষার পর মধ্য ভাদ্র থেকে মধ্য আশ্বিন (সেপ্টেম্বর) মাসে তিন কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। তবে সেচের ব্যবস্থা না থাকলে বর্ষার আগে ও পরে দুই কিস্তিতে সার প্রয়োগ করা ভাল।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১