আম সংগ্রহঃ
গাছে কিছু সংখ্যক আমের বোঁটার নিচের ত্বক যখন সামান্য হলুদাভ বং ধারন করে অথবা গাছ হতে ২-১টি আধাপাকা আম পড়া আরম্ভ করে তখন আম গাছ হতে সংগ্রহ করতে হবে। আম গাছ হতে ঝাকি দিয়ে না পেড়ে জালিযুক্ত বাঁশের কোটার সাহায্যে আম সংগ্রহ করা উত্তম। আম সংগ্রহের পর বোঁটাটি নিচের দিকে রাখলে আমের কশ গায়ে লাগবেনা। তা নাহলে কশ গায়ে লাগলে আমের উপর আঠালো হয়ে যায় এবং পাকা আমের রং নষ্ট হয়ে যায় এবং বাজার মূল্য হ্রাস পায়।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১