গাছের যথাযথ বৃদ্ধির জন্য সঠিক পরিমাণে, সময়মত এবং সঠিক পদ্ধতিতে সার প্রয়োগ করতে হবে। গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে সারের মাত্রাও বেড়ে যাবে। বয়সভেদে নিম্নোক্ত সার প্রয়োগ করা যেতে পারে –
গাছের বয়স (বছর) |
সারের পরিমাণ | |||
জৈব সার | ইউরিয়া | টিএসপি | এমওপি | |
১-২ | ১০ কেজি | ২০০ গ্রাম | ১০০ গ্রাম | ১৫০ গ্রাম |
৩-৪ | ১৫ কেজি | ৩০০ গ্রাম | ১৫০ গ্রাম | ২০০ গ্রাম |
৫-১০ | ২০ কেজি | ৫০০ গ্রাম | ৪০০ গ্রাম | ৩০০ গ্রাম |
১০ বা তদুর্ধ্ব | ৩০ কেজি | ৬৫০ গ্রাম | ৫০০ গ্রাম | ৫০০ গ্রাম |
প্রয়োগ পদ্ধতিঃ
উপরোল্লিখিত সারের ফল সংগ্রহের পর অর্থাৎ ফেব্রুয়ারী মাসে বাকী অর্ধেক ফল মার্বেল আকার ধারণ করার পর অর্থাৎ অক্টোবর মাসে প্রয়োগ করতে হবে। ফলবান গাছের ডালপালা যে পর্যন্ত বিস্তৃত হয়েছে তার নিচের জমি কোদাল দিয়ে হালকা করে কুপিয়ে সার প্রয়োগ করতে হবে। সাধারণত গাছের গোড়ার ১ ফুটের মধ্যে কোন সক্রিয় শিকড় থাকে না, তাই সার প্রয়োগের সময় এস্থানে সার প্রয়োগ উচিৎ নয়। |
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১