বংশ বিস্তারঃ
স্বাভাবিক অবস্থায় আনারসের বীজ হয় না। তাই বিভিন্ন ধরণের চারার মাধ্যমে আনারসের বংশ বিস্তার হয়ে থাকে। সাধারণত পার্শ্ব চারা, বোঁটার চারা, মুকুট চারা ও গুঁড়ি চারা দিয়ে আনারসের বংশ বিস্তার হয়ে থাকে। এর মধ্যে পার্শ্ব চারা বাণিজ্যিকভাবে চাষের জন্য সবচেয়ে ভালো।
জমি তৈরিঃ
১. মাটি ঝরঝরে করে চাষ ও মই দিয়ে জমি সমতল করে নিতে হবে যাতে বৃষ্টির পানি কোন স্থানে জমে না থাকতে পারে।
২. জমি থেকে অাধা ফুট উঁচু এবং সোয়া ২ হাত প্রশস্ত বেড তৈরি করতে হবে।
৩. এক বেড থেকে অপর বেডের মধ্যে ১ হাত থেকে সোয়া ২ হাত দূরত্ব রাখতে হবে।
চারা রোপণ
মধ্য আশ্বিন থেকে মধ্যঅগ্রাহায়ণ পর্যন্ত আনারসের চারা লাগানোর ভালো সময়। সেচ সুবিধা থাকলে মধ্য মাঘ থেকে মধ্য ফাল্গুন পর্যন্ত আনারসের চারা লাগানো যায়।
১. দুই সারিতে চারা রোপণ করতে হবে।
২. সারি থেকে সারির দূরত্ব ১ হাত এবং চারা থেকে চারার দূরত্ব ১ ফুট বা তার চেয়ে একটু বেশী রাখতে হবে।
তথ্যসূত্রঃ কৃষি তথ্য সার্ভিস এবং http://agrinewsbd.com
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৮, ২০২১