পাকা আনারস সবুজাভ, শাঁস হালকা হলুদ, চোখ প্রশ্বস্থ ও চ্যাপ্টা, পাতা প্রায় কাঁটাবিহীন, বেশী রসালো। মধুপুরে বানিজ্যিকভাবে চাষ হয়ে থাকে।
হানি কুইন
–
প্রতিটির ০১ কেজি
পাকা আনারসের শাঁস হলুদ, চোখ সূচালু ও উন্নত, পাতা কাঁটাবিশিষ্ট, সবচেয়ে বেশি মিষ্টি। পার্বত্য জেলা ও শ্রীমঙ্গলে চাষ হয়ে থকে। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে বেবী পাইনআপেল নামে হরমোন প্রয়োগের মাধ্যমে চাষ হচ্ছে।
ঘোড়াশাল
–
প্রতিটির ১.২৫ কেজি
পাকা আনারস লালচে এবং ঘিয়ে-সাদা রংয়ের, চোখ প্রশ্বস্থ, পাতা কাঁটাবিশিষ্ট, চওড়া ঢেউ খেলানো থাকে, স্বাদ কম হয়।
জলঢুপি
–
প্রতিটির ১-১.৫ কেজি
পাকা আনারস লালচে এবং ঘিয়ে-সাদা রংয়ের, চোখ প্রশ্বস্থ, পাতা কাঁটাবিশিষ্ট, চওড়া ঢেউ খেলানো থাকে, কোন কোন দেশে এটি প্রচুর প্রক্রিয়াজাত হয়।
উৎসঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর এবং http://agrinewsbd.com