তালের ভাল ফলনের জন্য গর্ত প্রতি নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবে-
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
পচা গোবর/কম্পোস্ট | ১৫-২০ | একক কেজিতে বলতে হবে |
ইউরিয়া | ০০ | |
টিএসপি | ২৫০ | |
এমওপি/পটাশ | ২৫০ | |
জিপসাম | ০ | |
দস্তা সার | ০ | |
বোরণ | ০ | |
ম্যাগনেসিয়াম অক্সাইড | ০ |
সার প্রয়োগ পদ্ধতিঃ
ছকে উল্লিখিত সমুদয় সার গর্ত করার পর উপরের মাটির সাথে ভালভাবে মিশিয়ে ঢেকে রাখতে হবে। প্রায় ১০-১৫ দিন পর মাটি উলটপালট করে চারা রোপণ করতে হবে।
বয়স অনুযায়ী গাছে সার প্রয়োগের মাত্রাঃ
প্রতি বছরই বর্ষার আগে ও পরে ১০০ গ্রাম ইউরিয়া ও ১০০ গ্রাম পটাশ সার প্রয়োগ করতে হবে। গাছের বয়স বাড়ার সাথে প্রতি বছর সারের মাত্রা ১০% হারে বাড়িয়ে দিতে হবে। পূর্ণবয়স্ক গাছে প্রতিবছর ১৫-২০ কেজি গোবর,ইউরিয়া ১ কেজি, টি এসপি ৫০০ গ্রাম, এমপি ৫০০ গ্রাম সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগের পর পরই পানি সেচ দিতে হবে।
তথ্যসূত্রঃ http://www.ais.gov.bd/
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১