ফল সংগ্রহঃ
সাধারণত ঝাকি দিয়ে বা কোটার সাহায্যে ফল আহরণ করা হয়। ফল সংগ্রহ করার পর প্রথমে বাছাই এর মাধ্যমে ভাল ও ক্রুটিযুক্ত ফলগুলো আলাদা করা হয়। তারপর ভাল ফলগুলো গ্রেডিং এর মাধ্যমে বিভিন্ন সাইজ অনুপাতে ভাগ করে অথবা ছোট বড় একসাথে মিশিয়ে প্যাকেট করে বাজারজাত করা হয়।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৯, ২০২১