রোগের লক্ষণঃ
এ রোগের আক্রমণে ওলকপির গা এবড়ো থেবড়ো হয়ে যায়, দাগ পড়ে এবং ওলকপির গায়ে গর্তের সৃষ্টি হয়।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/olcopy-scab-1.jpg[/slide]
[/slider]
রোগ হওয়ার পূর্বে করণীয়ঃ
- রোগমুক্ত বীজ ব্যবহার করা;
- জমিতে অতিরিক্ত ইউরিয়া ব্যবহার না করা।
রোগ হওয়ার পর করণীয়ঃ
১. জমিতে শতাংশ প্রতি ১৮০ গ্রাম জিপসাম প্রয়োগ করা।।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১