রোগ আক্রমণের লক্ষণ:
এ রোগ হলে ফলের নিচের দিকে মাটির সাথে লেগে থাকা অংশে প্রথমে পচন ধরে দ্রত ফল পচে যায় । পচা অংশে তুলার মত জীবানুর অংশ দেখা যায়।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/pyhtium-rot.jpeg[/slide]
[/slider]
আক্রমণের আগে করণীয়ঃ
১. প্রথম বার লক্ষণ দেখা যেতেই ব্যবস্থা নিন
২. সুষম সার ব্যবহার করা
৩. ফসলের পরিত্যাক্ত অংশ ধ্বংস করা;
৪. একই জমিতে বার বার খিরার চাষ না করা।
আক্রমণ হলে করণীয়ঃ
১. ক্ষেত থেকে আক্রান্ত ফল তুলে ফেলা
২. পানি নিস্কাশনের ব্যবস্থা করা
৩. ফল যেন মাটির সংস্পর্শে না আসে সেজন্য ফলের নিচে খড় বা পলিথিন বিছিয়ে দেয়া।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১