রোগ আক্রমণের লক্ষণ:
আক্রান্ত গাছের পাতার গোড়ায়/ বোটায় কলো দাগ দেখা যায়। গাজরের গায়ে গর্ত হয়ে পচতে দেখা যায় ।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/black-rot.jpeg[/slide]
[/slider]
সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের আগে করণীয়ঃ
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. বিকল্প পোষক পরিষ্কার রাখা;
৫. আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না
আক্রমণ হলে করণীয়ঃ
১. আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
২. রোভরাল বা কপার অক্সিক্লোরাইড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
তথ্যসূত্রঃ ১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ২। Farmer’s Window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১