রোগ আক্রমণের লক্ষণ:
তেজপাতার পাউডারি মিলডিউ রোগ হলে পাতায় ও মুকুলে পাউডারের মত বস্তু লেগে থাকতে দেখা যায় । তেজপাতার এ রোগটি ছত্রাকের আক্রমণে হয় । এর আক্রমনে মুকুল ঝড়ে গিয়ে শুধু দন্ডটি দাড়িয়ে থাকে ।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/powdery-mildew-2-1.jpeg[/slide]
[/slider]
সমন্বিত ব্যবস্থাপনাঃ
আক্রমণের আগে করণীয়ঃ
১. সময়মত প্রুনিং করে গাছ পরিস্কার পরিচ্ছন্ন রাখা।
আক্রমণ হলে করণীয়ঃ
১. আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
২. সালফার বা মেনকোজেব বা প্রপিকোনাজল গ্রুপের ছত্রাক নাশক যেমন: টিল্ট ২৫০ ইসি ০.৫ মিলি/ লি. বা নোইন ৫০ ডব্লিউপি ২ গ্রাম / লিঃ বা জেনথো ৫ ইসি ১মিলি / লি. বা ওয়ানজেব ৮০ ডব্লিউপি ২ গ্রাম/ লিঃ হারে পানিতে মিশিয়ে ৫-৭ দিন পর পর ২ বার স্প্রে করা ।
তথ্যসূত্রঃ ১। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ২। Farmer’s Window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১