রোগের লক্ষণঃ
এ রোগ হলে পাতা হলুদ হয়ে যায় । অধিক আক্রমণে গাছে ফল ধরে না।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/mosaic-2-2.jpg[/slide]
[/slider]
রোগ হওয়ার পূর্বে করণীয়ঃ
- ক্ষেত পরিস্কার/পরিচ্ছন্ন রাখা;
- ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি জীবানুমুক্ত রাখা;
- আক্রান্ত গাছ আপসারণ করা;
- একই জমিতে বার বার কপি জাতীয় ফসল চাষ করবেন না;
- আগাম বীজ বপন করা;
- সুষম সার ব্যবহার করা।
রোগ হওয়ার পর করণীয়ঃ
১. আক্রান্ত গাছ তুলে নষ্ট করা;
২. বাহক পোকা ধ্বংস করা;
৩. ফসল সংগ্রহের পর অবশিষ্ট অংশ ধ্বংস করতে হবে।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : জুলাই ১, ২০১৬