রোগ আক্রমণের লক্ষণ:
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/scab-1.jpeg[/slide]
[/slider]
পাতা, কান্ড ও লাউয়ের গায়ে ক্ষত দেখা যায় । গাছের পাতা শুকিয়ে যায়।
আক্রমণের আগে করণীয়ঃ
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. রোগ প্রতিরোধী জাত যেমন: বারি মিষ্টিকুমড়া চাষ করা
৪. আক্রান্ত জমিতে অন্তত ২ বছর অন্য ফসল চাষ করা।
আক্রমণ হলে করণীয়ঃ
১. ক্ষেতে পানি নিস্কাষনের সুব্যবস্থা করা ।
২. রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এবং Farmer’s window
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১