রোগ আক্রমণের লক্ষণ:
এ রোগ হলে পাতা কিনারা থেকে পোড়ার মত হয়ে পুরো পাতাটিই ঝলসে যায়।
আক্রমণের আগে করণীয়ঃ
১. আগাম বীজ বপন করা;
২. সুষম সার ব্যবহার করা;
৩. সঠিক দূরত্ব অনুসরণ করতে হবে;
৪. আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না।
আক্রমণ হলে করণীয়ঃ
১. আক্রান্ত গাছের অংশ সংগ্রহ করে নষ্ট করা;
২. আক্রমণ বেশি দেখা দিলে রোভরাল- ২ গ্রাম বা ডাইথেন- এম-৪৫ ২.৫ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করা ১০-১২ দিন পর পর ২/৩ বার।
বি. দ্র. স্প্রে করার পর ১৫ দিনের মধ্যে সেই সবজি খাবেন না বা বিক্রি করবেন না
তথ্যসূত্রঃ কৃষকের জানালা
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১