রোগের লক্ষণঃ
বয়স্ক পাতায় এ রোগ প্রথম দেখা যায়। আক্রান্ত পাতায় গায়ে সাদা বা হলদে থেকে বাদামী রংগের তালির মত দাগ দেখা যায়। ধীরে ধীরে অন্যান্য পাতায় ছড়িয়ে পড়ে ।
[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/11/squashdownymildew-1.jpg[/slide]
[/slider]
আক্রমণের পূর্বে করণীয়ঃ
১. আগাম বীজ বপন করা
২. সুষম সার ব্যবহার করা
৩. রোগ প্রতিরোধী জাত চাষ করা
৪. বিকল্প পোষক যেমন: আগাছা পরিস্কার রাখা
৫. আক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করবেন না
আক্রমণের পরে করণীয়ঃ
১. গাছের আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা ।
২. রিডোমিল গোল্ড ২ গ্রাম/প্রতি লিটার পানি মিশিয়ে স্প্রে করা ।
তথ্যসূত্রঃ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর এবং Farmers’ window
সর্বশেষ আপডেট : জুন ২৫, ২০১৬