শালগমের ভাল ফলন পাওয়ার জন্য প্রতি শতাংশ (ডেসিমাল) মাঝারি উর্বর জমির জন্য নিম্নোক্ত হারে সার প্রয়োগ করতে হবেঃ
সারের নাম | সারের পরিমাণ | |
পচা গোবর/কম্পোস্ট | ১০০ কেজি |
অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন। অঞ্চল বা মৃত্তিকা ভেদে সারের মাত্রা ভিন্ন হতে পারে। |
ইউরিয়া | ০.৭-০.৮৮ কেজি | |
টিএসপি | ১ কেজি | |
এমওপি/পটাশ | ০.৪ কেজি |
প্রয়োগ পদ্ধতিঃ
শেষ চাষের সময় সম্পূর্ণ গোবর, টিএসপি ও এমওপি/পটাশ সার এবং অর্ধেক ইউরিয়া সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। অবশিষ্ট ইউরিয়া সার দুই ভাগ করে একভাগ শিকড়ের গঠনের সময় ও অন্যভাগ রুট নব (Root knob) গঠনের সময় উপরি প্রয়োগ করতে হবে।
তথ্যসূত্রঃ http://agrifarming.in
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১