[slider width=”100%” height=”100%” class=”” id=””]
[slide type=”image” link=”” linktarget=”_self” lightbox=”yes”]http://agrivisionbd.com/wp-content/uploads/2015/12/cutworm-1.jpeg[/slide]
[/slider]
ক্ষতির প্রকৃতিঃ
এ পোকা রাতের বেলা চারা মাটি বরাবর কেটে দেয়। সকাল বেলা চারা মাটিতে পড়ে থাকতে দেখা যায় ।
সমন্বিত ব্যবস্থাপনাঃ
পোকার আক্রমণের পূর্বে করণীয়ঃ
- উত্তমরুপে জমি চাষ দিয়ে পাখিদের পোকা খাবার সুযোগ করে দিন।
- পাখি বসার জন্য ক্ষেতে ডালপালা পুতে দেয়া।
- চারা লাগানোর প্রতিদিন সকালে ক্ষেত পরিদর্শন করুন
পোকার আক্রমণ হলে করণীয়ঃ
- সকাল বেলা কেটে ফেলা চারার আশে পাশে মাটি খুরে পোকা বের করে মেরে ফেলা ।
- কেরোসিন মিশ্রিত পানি সেচ দেয়া।
- আক্রান্ত ক্ষেতে সেচ প্রদান করলে মাটিতে অবস্থিত লার্ভাগুলো মারা যাবে।
- রাতে ক্ষেতে মাঝে মাঝে আবর্জনা জড়ো করে রাখলে তার নিচে কীড়া এসে জমা হবে, সকালে সেগুলোকে মেরে ফেলা;
- বাইপোলার ৫০ ইসি বা সার্টার ৫০ ইসি ১.৫ মি.লি. / লি. হারে পানিতে মিশিয়ে শেষ বিকেলে স্প্রে করা।
কীটনাশক গ্রুপের নাম | বানিজ্যিক কীটনাশকের কতিপয় নমূনা ও প্রয়োগ মাত্রা | ক্রিয়ার ধরণ ও মেয়াদ |
কারটাপ | [accordian class=”” id=””] [toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]এসিআই কোম্পানীর কেয়ার ৫০ এসপি; অথবা ম্যাকডোনাল্ড কোম্পানীর সানটাপ ৫০ এসপি; অথবা সেমকো কোম্পানীর ফরাটাপ @ ২ মিলি/লি. পানি; অথবা [/toggle][/accordian] |
|
সাইপারমেথ্রিন+ক্লোরোপাইরিফস | [accordian class=”” id=””] [toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]স্কয়ার কোম্পানীর ক্লোরসাইরিন ৫৫০ ইসি; অথবা এসিআই কোম্পানীর এসিমিক্স ৫৫ ইসি; অথবা[/toggle][/accordian] |
|
ক্লোরোপাইরফস | [accordian class=”” id=””] [toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]অটোক্রপ কোম্পানীর ডারসবান ২০ ইসি @ ১ লি./বিঘা; অথবা ইনতেফা কোম্পানীর কাছির ৪৮ ইসি @ ৩ মিলি./লি. পানি; অথবা এসিআই কোম্পানীর গোলা ৪৮ ইসি @ ৬.৯ মিলি/লি. পানি; অথবা স্কয়ারের পাইক্লোরেক্স ২০ ইসি @ ৩.৫ মিলি/লি. পানি; অথবা[/toggle][/accordian] |
|
ফিপ্রোনিল | [accordian class=”” id=””] [toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]অটোক্রপ কোম্পানীর রিজেন্ট ৩ জি.আর @ ১.৩৩ কেজি/বিঘা; অথবা স্কয়ারের ফিলবার্ট ৫০ এসসি @ ১ মিলি/লি. পানি; অথবা[/toggle][/accordian] |
|
ল্যামডা-সাইহ্যালোথ্রিন | [accordian class=”” id=””] [toggle title=”বিস্তারিত দেখতে ক্লিক করুন” open=”no”]ইনতেফা কোম্পানীর জুবাস ২.৫ ইসি; অথবা সিনজেন্টা কোম্পানীর ক্যারাটে ২.৫ ইসি; অথবা এসিআই কোম্পানীর ফাইটার প্লাস ২.৫ ইসি; অথবা অটোক্রপের রিভা ২.৫ ইসি @ ১.৫ মিলি/লি. পানি; অথবা [/toggle][/accordian] |
বি. দ্র.: অটোক্রপ কোম্পানীর নাইট্রো ৫০৫ ইসি @ ২ মিলি/লি. পানিতে মিশিয়ে সন্ধ্যাকালে স্প্রে করলে ভাল ফল পাওয়া যায়।
তথ্যসূত্রঃ http://www.google.com.bd; কৃষকের জানালা এবং সংশ্লিষ্ট কোম্পানীর লিফলেট।
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ১৫, ২০২১