ছোলা চাষের জন্য জমিতে শতাংশ (ডেসিমল) প্রতি নিম্নরুপ সার ব্যবহার করতে হবেঃ
সারের নাম | সারের পরিমাণ | মন্তব্য |
ইউরিয়া | ০.১৬-০.২ কেজি | অধিকতর তথ্য জানতে এখানে ক্লিক করুন। এলাকা ও মৃত্তিকাভেদে এই হার পরিবর্তনশীল। |
টিএসপি | ০.৩২-০.৩৬ কেজি | |
পটাশ | ০.১২-০.১৬ কেজি | |
অণুজীব সার | সুপারিশ মত |
সার প্রয়োগ পদ্ধতিঃ
সমুদয় সার শেষ চাষের সময় প্রয়োগ করতে হবে। যে জমিতে পূর্বে ছোলা চাষ করা হয় নাই সেখানে প্রতি কেজি বীজের জন্য ৮০ গ্রাম হারে অনুমোদিত অণুজীব সার প্রয়োগ করা যেতে পারে। ইনোকুলাম ব্যবহার করলে সাধারণত ইউরিয়া সার ব্যবহার করতে হয় না।
তথ্যসূত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই (৬ষ্ঠ সংস্করণ), বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ৩, ২০২১