বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মটরশুটির জাত পরিচিতিঃ
ছবিতে ক্লিক করুন | গড় জীবনকাল (দিন) |
গড় ফলন (মণ/বিঘা) |
![]() |
(বপনের ৭০-৭৫ দিন থেকে শুটি সংগ্রহ করা যায়) | ৩৫-৪০ (প্রতি গাছে ২০-২৫ টি শুটি ধরে। |
ফুলের রং সাদা এবং শুটি সবুজ। প্রতি শুটিতে ৪-৭ টি সবুজ বীজ থাকে। শুটি বেশ মিষ্টি। পরিপক্ক শুকনা বীজ কুচকানো ও রং বাদামী। জাতটি ডাউনি মিলডিউও পাউডারি মিলডিউ রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। | ||
![]() ![]() ![]() বারি মটরশুটি-২ |
(বপনের ৬৫-৭০ দিন থেকে সবুজ শুটি সংগ্রহ করা যায়) | ৪০-৪৮ |
শুটি হালকা সবুজ ও আকৃতি কিছুটা চ্যাপ্টা। এ জাতের মটরশুটি বেশ নরম। অপরিপক্ক বীজসহ সবুজ শুটি শিমের মত ভক্ষণযোগ্য। শুটি সালাদ হিসেবে বা সিদ্ধ খাওয়া যায়। পরিপক্ক শুকনা বীজ গোলাকার ও সবুজ। জাতটি পাউডারি মিলডিউ ও ডাউনি মিলডিউ রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন। | ||
![]() ![]() ![]() বারি মটরশুটি-৩ (আগুরী) |
(বপনের ৫০-৬০ দিন থেকে সবুজ শুটি সংগ্রহ করা যায়) | ৪০-৪৮ |
অন্যান্য জাতের তুলনায় আগাম, উচ্চ ফলনশীল এবং রোগ প্রতিরোধী। ফসল বিন্যাসে উপযোগী। সারাদেশে চাষ উপযোগী। |
তথ্যসুত্রঃ কৃষি প্রযুক্তি হাত বই এবং কৃষি প্রযুক্তি ভান্ডার, বারি, গাজীপুর
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারী ৩, ২০২১